thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

ব্রাজিল বিশ্বকাপে দামী খেলোয়াড় মেসি

২০১৩ নভেম্বর ২৮ ১৩:৪৫:৩২
ব্রাজিল বিশ্বকাপে দামী খেলোয়াড় মেসি

দ্য রিপোর্ট ডেস্ক : ব্রাজিলে ২০১৪ সালের বিশ্বকাপে বসবে হাজারো তারার মেলা।তাতে, পারফরমেন্সের বাইরেও বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী খেলোয়াড় হিসেবে সবার আগে থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

হ্যামস্ট্রিং ইনজুরির জন্য এ বছর মাঠে নামতে পারবেন না মেসি। তার পরও গত বছর ইউরোপীয়ন লিগে সর্বোচ্চ ৪৬ গোল করে এরই মধ্যে জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কার।আগামী বছরের বিশ্বকাপের আগে প্লুরি কন্সালতোরিয়া এজেন্সি সবচেয়ে বেশি উপার্জনকারী খেলোয়াড়দের একটি তালিকা প্রকাশ করেছে। তাতে সবার আগে আছেন টানা ৪ বার ফিফা ব্যালন ডি’ওরের পুরস্কার জেতা মেসি।

বার্সেলোনা ফরোয়ার্ড মেসির উপার্জন ১৩৯.৬ মিলিয়ন ইউরো্। আর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদদের উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদোর ১০৪.২ মিলিয়ন ইউরো। তাই বিশ্বের দ্বিতীয় দামি খেলোয়াড় হিসেবেই পর্তুগিজ ফরোয়ার্ড নেতৃত্ব দেবেন জাতীয় দলের।

তৃতীয় স্থানে আছেন বার্সার আরেক খেলোয়াড় নেইমার। ব্রাজিলের এই তারকার উপার্জন ৬৭.৪ মিলিয়ন ইউরো।

নেইমার, মেসির সঙ্গে সঙ্গে সেরা ৫ এ রয়েছেন লাতিন আমেরিকার আরও ২ জন ফুটবলার। তারা হলেন উরুগুয়ের কাভানি (৬৩ মিলিয়ন ইউরো) ও কলম্বিয়ার ফ্যালকাও গার্সিয়া (৫৯.১ মিলিয়ন ইউরো)।

(দ্য রিপোর্ট/সিজি/এমআই/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর