thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

পুনঃতফসিলের দাবি ইসলামিক ফ্রন্টের

২০১৩ নভেম্বর ২৮ ১৪:১২:১৭

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিল করে পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। একইসঙ্গে সবদলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করতে বিরোধী দলের নেতাদের মুক্তিরও দাবি করেছে দলটি।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহস্পতিবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহদুর শাহ মোজাদ্দেদী এ দাবি জানান।

তিনি বলেন, সকল পক্ষের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়ার মূল দায়িত্ব নিবার্চন কমিশন ও সরকারের। আসন্ন নির্বাচনে ইসলামিক ফ্রন্ট ১২০টি আসনে প্রার্থী দেবে। তবে, সংখ্যাগরিষ্ঠ নিবন্ধিত দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে নির্বাচনে অংশ নেবে না দলটি।

তিনি আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দল জনমনে সংশয় ও আতংক সৃষ্টি করছে। সংলাপ ছাড় বিকল্প কোনো উপায়ে এ সংশয় দূর করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের ভাইস-চেয়ারম্যান খাজা আহমেদুর রহমান, যুগ্ম- মহাসচিব খাজা আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর আলম, ইসলামী ছাত্রসেনার সহ-সভাপতি এম অহিদুল্যা সিরাজী প্রমুখ।

(দ্য রিপোর্ট/কেএ/এমএআর/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর