thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

তৃতীয় শিরোপা ফ্ল্যামেঙ্গোর

২০১৩ নভেম্বর ২৮ ১৪:৪০:১৯
তৃতীয় শিরোপা ফ্ল্যামেঙ্গোর

দ্য রিপোর্ট ডেস্ক : ব্রাজিলিয়ান কাপের তৃতীয় শিরোপা জিতেছে ফ্ল্যামেঙ্গো। প্রতিযোগিতার ফাইনালের দ্বিতীয় লেগে তারা ২-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো পারানায়েনসেকে।

মারাকানা স্টেডিয়ামে প্রথমার্ধে গোল পায়নি কোনো পক্ষ। বিরতির পর দুটি গোল করেছে ফ্ল্যামেঙ্গো। ৮৭ মিনিটে মিডফিল্ডার এলিয়াস ও অতিরিক্ত সময়ে (৯০+৪ মিনিট) গোল করেছেন ফরোয়ার্ড হারনানে। ফাইনালের প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল দুদল।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আগামী বছর কোপা লিবারতাদোসে খেলার যোগ্যতা অর্জন করেছে ফ্ল্যামেঙ্গো। লাতিন আমেরিকার শীর্ষ দলগুলো নিয়ে অনুষ্ঠিত হয় লিবারতাদোস টুর্নামেন্ট।

ব্রাজিলের জনপ্রিয় ঘরোয়া ক্লাব ফ্ল্যামেঙ্গো এর আগে ১৯৯০ ও ২০০৬ সালে জিতেছিল ব্রাজিলিয়ান কাপের শিরোপা। আর প্রথমবারের মতো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলো পারানায়েনসে। তাদের স্বপ্ন গুঁদিয়ে দিয়েছে ফ্ল্যামেঙ্গো্

(দ্য রিপোর্ট/সিজি/এমআই/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর