thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

এরশাদ-জাফর পাল্টাপাল্টি বহিষ্কার

২০১৩ নভেম্বর ২৮ ১৫:৪৭:২৪
এরশাদ-জাফর পাল্টাপাল্টি বহিষ্কার

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদকে বহিষ্কারের পর এবার পার্টির চেয়ারম্যান এরশাদকেই জাতীয় পার্টি থেকে বহিষ্কার করলেন কাজী জাফর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এরশাদ জানান, “এইমাত্র কাজী জাফরকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দিয়ে আসলাম।’

এ ঘটনার কিছুক্ষণের মধ্যে কাজী জাফর আহমেদ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে পাল্টা বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তি পাঠান।

এরশাদ সাংবাদিকদের বলেন,“ কাজী জাফরকে আমি জীবন দিয়েছি। সে হাসপাতালে পড়ে ছিল। আমি সারারাত জেগে মানুষের কাছ থেকে টাকা তুলে উনাকে অস্ট্রেলিয়া পাঠিয়েছি। আর এখন তিনি আমার বিরুদ্ধে বিষোদগার করছেন। তাই তাকে বহিষ্কার করেছি।”

বিবৃতিতে কাজী জাফর আহমদ বলেন,“ জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সর্বসম্মত সিদ্বান্ত ছিলো আমরা মহাজোটে থাকবো না। দলীয় সরকারের অধীনে একদলীয় নির্বাচনে যাব না। এরশাদ প্রেসিডিয়ামের সিদ্বান্ত অমান্য করে সরকারের পাতানো নির্বাচনে অংশ নিয়েছে।”

তিনি বলেন, “এটা পার্টির সংবিধানের লঙ্ঘন। তাই তাকে দল থেকে বহিষ্কার করেছি।”

(দ্য রিপোর্ট/সাআ/এমডি/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর