thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

খুলনায় বিএনপির ৪ হাজার নেতাকর্মীর নামে মামলা

২০১৩ নভেম্বর ২৮ ১৫:৪৭:৪৯
খুলনায় বিএনপির ৪ হাজার নেতাকর্মীর নামে মামলা

খুলনা সংবাদদাতা : অবরোধ কর্মসূচির তিনদিনে খুলনায় ৫ থানায় পুলিশের দায়ের করা মামলায় আসামির সংখ্যা প্রায় ৪ হাজার।

মামলায় আসামি হয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিসহ ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা।

১৮ দলীয় জোটের সূত্রে জানা গেছে, জেলা পর্যায় থেকে ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মীর নামে খুলনার কোনো না কোনো থানায় মামলা হয়েছে। সূত্র জানায় সব মিলিয়ে খুলনা ৪ হাজার নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

অপরদিকে বুধবার মৌলভীপাড়ায় সংঘর্ষের ঘটনায় আটক ১১ জনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়াও বুধবার রাতে খুলনা থানায় নতুন করে ৫৬ জনের নাম ও অজ্ঞাত আরো ৩০০ জনের নামে মামলা করা হয়। এ মামলার বাদীও খুলনার বিভিন্ন থানা।

(দ্য রিপোর্ট/এমএটি/এমএইচও/এএস/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর