thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

বগুড়ায় শিক্ষকদের মৌন মিছিলে ককটেল হামলা, আহত৩

২০১৩ নভেম্বর ২৮ ১৬:০৩:৪২
বগুড়ায় শিক্ষকদের মৌন মিছিলে ককটেল হামলা, আহত৩

বগুড়াসংবাদদাতা : সরকারি আযিযুল হক কলেজের ৩ শিক্ষক বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ককটেল হামলার শিকার হয়েছেন। অধ্যক্ষের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান শেষে ফেরার পথে তাঁরা এ হামলার শিকার হন।

এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। শহরের সেউজগাড়ী এলাকার কাইলার বাজারে সামনে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা পর পর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ বিষয়ে আযিযুল হক কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর দীপকেন্দ্র নাথ বলেন, ‘সোমবার রাতে হঠাৎ করেই একদল সন্ত্রাসী আমার সরকারি বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে ব্যক্তিগত গাড়িসহ কলেজের শিক্ষার্থী পরিবহনের ৪টি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর নিকট স্মারকলিপি দিয়ে ফেরার পথে সন্ত্রাসীরা মৌন মিছিলে ককটেল হামলা চালায়। এ সময় তাঁরা আহত হন।’

অধ্যক্ষ আরও বলেন,‘বাসভবনে হামলার পর বুধবারে নিজে বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও ৫০জন অজ্ঞাতকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করেছি। ওই মামলার আসামিরাই ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মো. ফায়জুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শিক্ষকদের উপর ককটেল হামলার ঘটনার পরপরই সেখানে অভিযান চালিয়ে ২জনকে আটক করা হয়েছে।’

(দিরিপোর্ট/আইজেকে/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর