thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

পটুয়াখালীতে অবরোধকারী-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

২০১৩ নভেম্বর ২৮ ১৬:০৩:৪৮
পটুয়াখালীতে অবরোধকারী-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

পটুয়াখালী সংবাদদাতা : অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার পটুয়াখালী-বরিশাল মহাসড়কে অবরোধকারীদের সঙ্গে র‌্যাব-পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ শর্টগানের ৫০ রাউন্ড গুলি ছুড়লে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৫ পুলিশসহ কমপক্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। আহতের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব মিয়াকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির নেতাকর্মীরা জানান, তাদের কমপক্ষে ৫ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের দুইপাশে বিক্ষুব্ধ কর্মীরা অবস্থান নেয়। এ সময় র‌্যাব ও পুলিশ তাদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ বেধে যায়। পুলিশ গুলি চালালে ৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশত ব্যক্তি আহত হন। এ সময় বেসরকারি একটি কোম্পানির দুইটি মোটরসাইকেলে আগুন দেয় অবরোধকারীরা। ঘটনাস্থল থেকে পুলিশ গোলাম মোস্তাফা ও সাইফুল ইসলামসহ পাঁচ শিবিরকর্মীকে আটক করে।

পটুয়াখালীর পুলিশ সুপার রফিকুল হাসান গণি বলেন, ‘বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/বিডি/এফএস/এনডিএস/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর