thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘ঐকমত্যের ভিত্তিতেই আগামী নির্বাচন’

২০১৩ নভেম্বর ২৮ ১৬:৫৪:০৮
‘ঐকমত্যের ভিত্তিতেই আগামী নির্বাচন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক জটিলতা দূর করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রুহুল আমিন হাওলাদার।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ পর্যটন মেলা-২০১৩ এর উদ্ধোধনের সময় তিনি এ মন্তব্য করেন।বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্টসহ (বিএফটিডি) আরও কয়েকটি সংগঠন এ মেলার আয়োজন করে।

মেলার আয়োজকদের ধন্যবাদ ও ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন পর্যটনমন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক সংকট ক্ষনস্থায়ী এবং অচিরেই আলাপ আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হবে।’

জাতীয় পার্টির নেতা কাজী জাফরের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এ বিষয়ে দলের চেয়ারম্যানের বক্তব্যই আমার বক্তব্য।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান ও পর্যটন সচিব খুরশেদ আলম চৌধরী, এফবিসিসিআইর সভাপতি কাজি আকরাম উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতরা।

মেলায় বিভিন্ন দেশের ১৫৫টি স্টল অংশগ্রহণ করেছে।তিনদিন ব্যাপী এ মেলা আগামী ৩০ নভেম্বর শেষ হবে।

এদিকে বিএফটিডির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইকরাম দ্য রিপোর্টকে বলেন, ‘এ মেলা বাংলাদেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মেলার মাধ্যমে বিদেশি পর্যটকদের বাংলাদেশ সম্পর্কে আগ্রহী করে তোলা যাবে।বাংলাদেশ সরকারের উচিত পর্যটনখাতে আরও গুরুত্ব দেওয়া। তাহলে নতুন কর্মসংস্থানের পাশাপাশি আর্থিকভাবেও বাংলাদেশ লাভবান হবে।’

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/এমএআর/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর