thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

অনাস্থা ভোটে টিকে গেলেন ইংলাক

২০১৩ নভেম্বর ২৮ ১৬:৫৪:৫০
অনাস্থা ভোটে টিকে গেলেন ইংলাক

দ্য রিপোর্ট ডেস্ক : পার্লামেন্টে সংসদ সদস্যদের অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী হিসেবে টিকে গেলেন ইংলাক সিনাওয়াত্রা। সরকার পতনের দাবিতে অব্যাহত বিক্ষোভের মুখে থাই সরকার এ ভোটের উদ্যোগ নেয়। খবর বিবিসি ও আলজাজিরার।

সংসদে আস্থা ভোট পাওয়ার পর বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে বিক্ষোভকারীদের ঘরে ফেরার আহ্বান জানান ইংলাক।

তিনি বলেন, ‘এই বিক্ষোভ দেশের অর্থনীতির ওপর খারাপ প্রভাব ফেলবে। এ অবস্থার পরিবর্তন আনতে আলোচনা প্রয়োজন।’

তবে ইংলাকের এ ঘোষণার পরেও বিক্ষোভ থামার কোনো লক্ষ্মণ দেখা যাচ্ছে না।

ইতোমধ্যে থাইল্যান্ডের বর্তমান পরিস্থিতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।

চলতি সপ্তাহের রবিবার থেকে ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ দাবিতে রাজপথে বিক্ষোভে নামে হাজারো জনতা। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ইঙ্গিতেই তার বোন ইংলাক দেশ চালাচ্ছেন বলে অভিযোগ করে তারা। সিনাওয়াত্রা পরিবারের শাসনের পতন দেখতে চেয়ে তারা বিক্ষোভ অব্যাহত রেখেছে।

(দ্য রিপোর্ট/এসকে/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর