thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

গানে গানেই শাকিলা জাফর

২০১৩ নভেম্বর ২৮ ১৮:০৪:৫৮
গানে গানেই শাকিলা জাফর

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্টেজ পারফর্মেন্স ও অ্যালবামের প্রস্তুতি নিয়ে ব্যস্ত কণ্ঠশিল্পী শাকিলা জাফর। তবে সংখ্যায় নয় মানসম্পন্ন আয়োজনের দিকে জোর দিচ্ছেন তিনি।

এ বিষয়ে কণ্ঠশিল্পী শাকিলা জাফর বললেন, ‘আমি পছন্দ হলে স্টেজ পারফর্ম করি। তবে খুব বেশি নয়। বেশি বেশি কাজ করব কিন্তু মানসম্পন্ন হবে না- তাতো হতে পারে না।’

এদিকে তপন চৌধুরী ও নকিব খানের সঙ্গে অ্যালবাম প্রকাশ নিয়ে তিনি বললেন, ‘নকিব খানের সঙ্গে কথা হয়েছে। একটা অ্যালবাম করছি। তবে তা কবে প্রকাশ করা হবে, বলতে পারছি না। আবার তপন চৌধুরীর সঙ্গেও নতুন অ্যালবাম নিয়ে কথা চলছে। কিন্তু এখন আর অ্যালবাম প্রকাশ করতে ইচ্ছা করে না। একে তো অডিও বাজার মন্দা। তার ওপর আগের মতো কোনো অডিও প্রযোজনা প্রতিষ্ঠান নিজেদের গরজে অ্যালবাম করে না। শিল্পীরা নিজের পয়সা খরচ করে অ্যালবাম প্রকাশ করে। এভাবে আর কত?’

উল্লেখ্য, শাকিলা জাফর ১৯৭৮ সালে বাংলাদেশ বেতারে জাতীয় উচ্চাঙ্গসঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়ে বেতার ও টেলিভিশনের শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর ১৯৮৩ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘যদি কিছু মনে না করেন’ অনুষ্ঠানে ‘তুলা রাশির মেয়ে’ গানটির মাধ্যমে পরিচিতি পান। তিনি চলচ্চিত্রে ছয় শ’-এর বেশি গান গেয়েছেন।

(দ্য রিপোর্ট/আইএফ/আইজেকে/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর