thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

শাহবাগে বাসে পেট্রোল বোমা, দগ্ধ ১৮

২০১৩ নভেম্বর ২৮ ১৮:৩৭:২১
শাহবাগে বাসে পেট্রোল বোমা, দগ্ধ ১৮

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় বিহঙ্গ পরিবহনের ১৮ যাত্রী দগ্ধ হয়েছেন।

তারা হলেন- আর্মড পুলিশের এএসআই মো. নুরুন নবী (৪৫), কাঁচামাল ব্যবসায়ী আমজাদ হোসেন (৪০), ফাস্ট সিকিউরিটি ব্যাংক বংশাল শাখার অফিসার শফিকুল ইসলাম (৩৭), ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র ওহিদুর রহমান বাবু (২০), সেনিটারি ব্যবসায়ী আবু তালহা (৪০),বিহঙ্গ গাড়ির চালক মাহবুব আলম (৩৫), শরিয়তপুর গুসাইহাট ইউপির

কর্মকর্তা জাহাঙ্গির হোসেন মৃধা (৪০), শ্যামপু্র গার্মেন্টসকর্মী মো. রবিন (২২), বিহঙ্গ পরিবহনের সুপারভাইজার হাফিজুল ইসলাম (২২), কাশ্মীর ফ্যান কোম্পানির কম্পিউটার অপারেটর রাহাজুল ইসলাম (২৩), দোকান কর্মচারী মো. শামীম হোসেন (২৭), মো. নাহীদ (২২), মো. রিয়াদ (২২), গীতা সেন (৪২) ও মেয়ে একুশে টিভির মুক্তখবরের রিপোর্টার সুস্মিতা সেন (১৮), মহানগর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মোছাম্মাত মাসুদা (৩০), রূপালি ব্যাংক শ্যামপুর শাখার জুনিয়র অফিসার শরিফুল ইসলাম (৩৭), যশোর জজ কোর্টের আইনজীবী খোদেজা নাসরীন (৪২)।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/এমএআর/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর