thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

গাজী-প্রাইম অলিখিত ফাইনাল

২০১৩ নভেম্বর ২৮ ১৯:০৫:২৫
গাজী-প্রাইম অলিখিত ফাইনাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবারের আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ হবে শুক্রবার। গাজী ট্যাংক-প্রাইম দোলেশ্বর পরস্পরের বিপক্ষে লড়াই করবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। যে দল জিতবে শিরোপা জিতবে তারাই।

হারা দল রানার্সআপ হবে, এর কোনো নিশ্চয়তা নেই। মূলত ‘ফাইনাল’ ম্যাচ হলে একদল শিরোপা জেতে; আরেকদল হয় রানার্সআপ। এখানে যেহেতু হারা দলের রানার্সআপ হওয়ার সুযোগে ভাটা পড়ার সম্ভাবনা থাকছে তাই ম্যাচটিকে ‘ফাইনাল’ বলা যাচ্ছেনা। একই দিনে আরও দুটি ম্যাচ হবে। ফতুল্লায় রানার্সআপ হওয়ার সুযোগে থাকা মোহামেডানের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আর বিকেএসপিতে আরেক রানার্সআপ হওয়ার সুযোগের সন্ধানে থাকা শেখ জামালের বিপক্ষে খেলবে কলাবাগান ক্রিকেট একাডেমি (সিএ)। শুক্রবার গাজী ট্যাংক হারলে, আর শেখ জামাল ও মোহামেডান জিতলে পয়েন্ট ৩ দলের সমান ২০ হয়ে যাবে। সবার আগে ধরা হবে সুপারালিগের ‘হেড টু হেড’ হিসেব। সেখানে গিয়েও সবার ‘হেড টু হেড’ও সমান হয়ে যাচ্ছে। পরে রানরেটের হিসেবে রানার্সআপ নির্ধারণ হবে। আর প্রাইম দোলেশ্বর হারলে, শেখ জামাল ও মোহামেডানও জিতলে; সুপারলিগের ‘হেড টু হেড’ হিসেবে শেখ জামাল রানার্সআপ হয়ে যাবে।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর