thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

লবণযুক্ত পেইনকিলার স্বাস্থ্যঝুঁকি বাড়ায়

২০১৩ নভেম্বর ২৮ ১৯:০৮:১৪
লবণযুক্ত পেইনকিলার স্বাস্থ্যঝুঁকি বাড়ায়

দ্য রিপোর্ট ডেস্ক : কিছু ব্যথানাশক বা পেইনকিলার পানিতে দ্রবণীয়। এই ধরনের পেইনকিলারে সাধারণত উচ্চমাত্রায় লবণ ব্যবহার করা হয়। যুক্তরাজ্যের গবেষকরা জানিয়েছেন, উচ্চমাত্রায় লবণ থাকায় এসব পেইনকিলার স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

ওই গবেষকদের একজন জানান, এই ধরনের পেইনকিলারে একজন প্রাপ্তবয়স্ক দৈনিক যে পরিমাণ লবণ নিতে পারেন তার চেয়ে বেশি রয়েছে। যা রোগীদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়।

সাধারণত যেসব ঔষধে ১ এমএমওএল বা ২৩ মি.গ্রা. সোডিয়াম (লবণের একটি ধরন) থাকে, তা ঔষধের লেবেলে উল্লেখ করে দিতে হয়। এক্ষেত্রে বলা হয়ে থাকে, ঔষধ গ্রহণের সময় কম সোডিয়াম আছে এমন খাবার গ্রহণ করা।

লবণহীন পেইনকিলারের সঙ্গে তুলনা করে দেখা গেছে লবণযুক্ত পেইনকিলারে রোগীর হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা বেশি।

গবেষক দলের প্রধান ডান্ডে ইউনিভার্সিটির ড. জ্যাকব জর্জ বলেন, আমরা জানি সকল ধরনের উচ্চমাত্রার লবণ হাইপারটেনশনের কারণ। এই হাইপারটেনশন রোগীকে স্ট্রোকের দিকে নিয়ে যায়।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন বলছে, যারা নিয়মিত এই ধরনের ঔষধ সেবন করছেন তাদের জন্য গবেষণাটি খুবই গুরুত্বপূর্ণ।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এমএআর/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর