thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

আমরাই সেরা হব : মাহমুদউল্লাহ

২০১৩ নভেম্বর ২৮ ১৯:১৬:৪৫
আমরাই সেরা হব : মাহমুদউল্লাহ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ফাইনালকে ঘিরে দুই শিবিরেই নানা পরিকল্পনা। লক্ষ্য একবৃত্তেই ঘুরপাক খাচ্ছে-চাই শিরোপা। ঠিক এমন অভিন্ন টার্গেট নিয়েই শুক্রবার মাঠে নামছে ‘অলিখিত ফাইনালের’ প্রতিপক্ষ দুই দল। কথা বলেছেন গাজী ট্যাংকের মাহমুদউল্লাহ এবং প্রাইম দোলেশ্বরের ফরহাদ রেজা।

প্রশ্ন : অলিখিত ফাইনালের প্রস্তুতি কেমন?

মাহমুদউল্লাহ : প্রস্তুতি ভালো। দুটো দলই ভালো। ভালো ক্রিকেট খেলছে। প্রাইম দোলেশ্বরের প্রতি সম্মান জানিয়েই বলছি। আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। খুব ভালো একটা ফাইনাল হবে আশা করছি।

প্রশ্ন : নামে এবং শক্তিতে আপনারা এগিয়ে দোলেশ্বর বলছে। এটা এক ধরনের প্রেরণা নাকি চাপ?

মাহমুদউল্লাহ : ওসব নিয়ে চিন্তা করছি না। কাল (আজ) একটি বিশেষ দিন। যেহেতু আমরা বেশ ভালো ক্রিকেট খেলছি এবং ওরাও ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে। স্নায়ু চাপটা সামলে রেখে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা আগে করেছি, এসব না করলে আমরা পজেটিভ রেজাল্ট নিয়ে বের হতে পারবো। ইনজুরি চিন্তা কিনা। কয়েকজন ইনজুরিতে শুনলাম। এই মুহূর্তে কিছুটা। শেষ ম্যাচে আফতাব ভাই ইনজুরিতে পড়েছে। আশা করছি কালকের (আজ) মধ্যে ফিট হয়ে যাবেন।

প্রশ্ন : দোলেশ্বরের বিপক্ষে স্নায়ুচাপ কোন লেভেলে থাকবে?

মাহমুদউল্লাহ : প্রাইম দোলেশ্বরকে ছোট দল বলবো না। কারণ তারা ভালো ক্রিকেট খেলছে। তাদের টিম স্পিরিট ভালো ছিল বলেই তারা এমন ভালো ক্রিকেট খেলছে। তাদের টিম কম্বিনেশন ভালো। আমাদেরও টিম কম্বিনেশন ভালো। বিশেষ করে ডেশ্চয়েট, মরগান আসার পর। লোকাল ক্রিকেটাররাও ভালো খেলছে। টপঅর্ডারে রকিবুল ও ইমরুল খুবই ভালো করেছে। কয়েকটা ম্যাচ জেতানো ইনিংস খেলেছে। আমাদের রুবেল, শহীদ ও নাঈম ভালো বল করছে। ব্যক্তিগতভাবে সবাই যার যার স্থানে ভালো করছে। আর একটা ম্যাচ। দেখার বিষয়, যদি আমরা ভালো করতে পারি তবে আমরা সেরা হব।

এদিকে ম্যাচ নিয়ে কথা বলেছেন ফরহাদ রেজাও।

প্রশ্ন : এমন একটা ছোট দলকে নিয়ে ফাইনালে আসা। কেমন লাগছে ফাইনালের আগে?

ফরহাদ : খুব ভালো লাগছে। আর আমাদের যে দল ছিল এখানে হয়তো নামের খেলোয়াড় নাই যারা আছে তারা ঘরোয়া ক্রিকেটে সবাই নিয়মিত পারফরমার। সব কমবেশি পারফর্ম করছে।

প্রশ্ন : গাজী ট্যাংক অনেক শক্তিশালী। অনেক ভালো ক্রিকেটার আছে। বিদেশিরাও ভালো। এদের বিপক্ষে আপনারা খেলেছেনও ভালো। ওই ম্যাচের প্রেরণা কি কাজে লাগবে?

ফরহাদ : আসলে টিম অনুযায়ী যদি নাম দেখেন। ওরা অনেক ভালো দল। ওদের ভালো ভালো খেলোয়াড় আছে। আমার আসলে শেষ ম্যাচ ওদের সঙ্গে যেটা খেলেছি। আমাদের কৃতিত্ব খুব কম ছিল। আল্লাহ আমাদের জিতিয়ে দিছে। ওরা আমাদের চেয়ে অনেক ভালো দল। কিন্তু খেলা তো গোল বলের।

প্রশ্ন : আপনার দলের শক্তির জায়গাগুলো কোথায়?

ফরহাদ : আমাদের টিমের ইউনিটি/একতা অনেক গুরুত্বপূর্ণ। একতার জন্যই আজ আমরা এখানে। খেলোয়াড় বিবেচনা করলে ওরা এগিয়ে। ওদের সঙ্গে আমাদের কোনো প্রতিযোগিতা নেই। আমরা আমাদের সেরাটা যদি খেলতে পারি। হয়তো রেজাল্ট আমাদের দিকে আসতে পারে।

প্রশ্ন : ফাইনাল ম্যাচ। যারা জিতবে তারাই চ্যাম্পিয়ন। আপনার আত্মবিশ্বাস কেমন?

ফরহাদ : আমরা সবাই বেশ আত্মবিশ্বাসী। আমরা খুব ভালো অনুশীলন করেছি। দোলেশ্বর এই প্রথম সুপার লিগে আসছে। আর ফাইনাল খেলছে। আমাদের ম্যানেজমেন্ট থেকেও কোনো চাপ নেই। সবাই বলছে, যাও নিজেদের সেরাটা খেলো।

প্রশ্ন : দলে পরিবর্তন আসতে পারে?

ফরহাদ : আসতে পারে। এটা ম্যানেজমেন্ট বলতে পারবে।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর