thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘একতরফা’ নির্বাচনে অংশ নেবে না সিপিবি-বাসদ

২০১৩ নভেম্বর ২৮ ১৯:২১:১৭
‘একতরফা’ নির্বাচনে অংশ নেবে না সিপিবি-বাসদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংবাদ সম্মেলনের মাধ্যমে এবার ‘একতরফা’ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দল দুটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সূচনা বক্তব্য দেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বর্তমান ভয়ার্ত পরিবেশ থেকে মুক্তি এবং সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন চায় মানুষ। একতরফা নির্বাচন হলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হুমকির মধ্যে পড়বে। চলমান সহিংসতার মধ্যেই আওয়ামী লীগ, বিএনপি এক হয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘মার্কিন সাম্রাজ্যবাদকে খুশী করে ক্ষমতা ধরে রাখার জন্য সরকার তড়িঘড়ি করে নির্বাচনকালীন সরকারের এখতিয়ারের বাইরে টিকফা চুক্তি করেছে। অন্যদিকে, বিএনপিও সাম্রাজ্যবাদের সমর্থনের জন্য চুক্তির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছে। সাম্রাজ্যবাদকে খুশী করতে আওয়ামী লীগ, বিএনপি এক হয়ে যেতে পারে। এজন্য কোনো আলোচনা, সংলাপের প্রয়োজন হয় না। অথচ দেশ, জনগণ, গণতন্ত্রের স্বার্থে তারা এক হতে পারেন না। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং সদিচ্ছা থাকলে কয়েক ঘণ্টার মধ্যেই চলমান সংকটের সমাধান সম্ভব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, আহসান হাবিব লাবলু, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুল হক মিলু, রাজেকুজ্জামান রতন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের, মাহবুবুল আলম, রুহিন হোসেন প্রিন্স, শাহীন রহমান, অনিরুদ্ধ দাশ অঞ্জন, জলি তালুকদার প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর