thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সঙ্গীত পরিচালনা নিয়ে ব্যস্ত জেকে

২০১৩ নভেম্বর ২৮ ১৯:৩৪:৫৫
সঙ্গীত পরিচালনা নিয়ে ব্যস্ত জেকে

দ্য রিপোর্ট প্রতিবেদক : কাজ চলছে তিনটি অডিও অ্যালবাম ও তিনটি চলচ্চিত্রের। গানগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছেন সঙ্গীত পরিচালক জেকে। বিজ্ঞাপনের জিঙ্গেলের সুরও করছেন সমানতালে।

অডিও ইন্ডাস্ট্রিতে নিজের বর্তমান ব্যস্ততা নিয়ে জেকে বলেন, ‘আঁখি আলমগীরের একটি নতুন অ্যালবামের কাজ চলছে। নাম ঠিক না হওয়া এই অ্যালবামের সাতটি গানের রেকর্ডিং শেষ। নতুন শিল্পী মামুনের আটটি গান করেছি। আর কণ্ঠশিল্পী রিতার চারটি গানের কাজ শেষ। একটিরও নাম ঠিক হয়নি।’

অডিও ইন্ডাস্ট্রির পাশাপাশি চলচ্চিত্রেও সঙ্গীত পরিচালনা করেন জেকে। নতুন তিনটি চলচ্চিত্রের সুর নিয়ে তিনি বলেন, “মাহমুদ হোসেন মুরাদের ‘মনের মধ্যে লেখা’ চলচ্চিত্রের গানগুলোর কাজ শেষ। এখন আবহসঙ্গীত করছি। মোস্তাফিজুর রহমান মানিকের ‘ইটিশ পিটিশ প্রেম’-এর দুইটি গান শেষ হয়েছে। আরও চারটি বাকি। আর মোহাম্মদ রনি পরিচালিত ‘পুতুল কথা’ চলচ্চিত্রের কাজও শেষ হয়েছে।”

বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রে সঙ্গীতে পরিবর্তিত হয়েছে। এ সম্পর্কে জেকে বলেন, ‘বর্তমানের পরিচালকেরা জোর করে কোনো কিছু চাপিয়ে দেন না। এতে করে আমি আমার নিজের মন মতো সুর সৃষ্টি করতে পারি। কাজও ভালো হয়।’

(দ্য রিপোর্ট/আইএফ/আইজেকে/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর