thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

জাসদের ১১৬ প্রার্থী চূড়ান্ত

২০১৩ নভেম্বর ২৮ ১৯:৪২:৪৯
জাসদের ১১৬ প্রার্থী চূড়ান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১১৬ প্রার্থীর নাম চূড়ান্ত করেছে মহাজোটের শরীক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

দলটির ১৪১ প্রার্থী দলীয় মনোনয়ন বোর্ডের নিকট আবেদন করে। বোর্ড যাচাই-বাছাই করে ১১৬ জনকে চূড়ান্ত করে এবং তাদের মনোনয়ন প্রদান করে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাসদের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রার্থীরা হলেন পটুয়াখালী- ৩ : মো. নিজামউদ্দিন তালুকদার, নরসিংদী- ২ : জায়েদুল কবির, সাতক্ষীরা- ১ : মীর আবুল কালাম আজাদ, নোয়াখালী- ৫ : অ্যাড. আজিজুল হক বকশী, নোয়াখালী-১ : অধ্যাপক মো. হারুনুর রশিদ, পাবনা- ৫ : হাবিবুল হক মিন্টু, গাইবান্ধা- ১ : অ্যাড. মোহাম্মদ আলী, গাইবান্ধা- ২ : অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, বগুড়া- ৪ : রেজাউল করিম তানসেন, নোয়াখালী- ৫ : মো. সলিম উল্লাহ, গাজীপুর- ৩ : জহিরুল হক মন্ডল বাচ্চু, গাজীপুর- ১ : অ্যাড. মো. রফিকুল ইসলাম, চাঁদপুর- ৫ : মনির হোসেন মজুমদার, গাইবান্ধা- ৩ : এস. এম খাদেমুল ইসলাম খুদী, নীলফামারী- ৩ : অধ্যক্ষ আজিজুল ইসলাম, নীলফামারী- ২ : আনারুল ইসলাম রব্বু, মুন্সীগঞ্জ- ১ : অ্যাড. এ কে এম নাসিমুজ্জামান খান, নোয়াখালী- ১ : মো. নুরুন্নবী, ফেনী- ২: অ্যাড. লক্ষ্মণ বনিক, নড়াইল- ১ : শরীফ নুরুল আম্বিয়া, রংপুর- ২ : কুমারেশ রায়, কুষ্টিয়া- ২ : হাসানুল হক ইনু, ঢাকা- ১৪ : শিরীন আখতার, পঞ্চগড়- ১ : নাজমুল হক প্রধান, চট্টগ্রাম- ৩ : নুরুল আখতার, পটুয়াখালী- ৩ : হাবিবুর রহমান শওকত, পটুয়াখালী- ১ : হাবিবুর রহমান শওকত, পিরোজপুর- ৩ : করিম সিকদার, বরিশাল- ৬ : মো. মোহসীন, বরিশাল- ২ : মো. আবুল কালাম আজাদ বাদল, বরিশাল- ৪ : আব্দুল হাই মাহবুব, পিরোজপুর- ২ : ওহেদুজ্জামান খান রিপন, ঢাকা- ৫ : মো. শহীদুল ইসলাম, সাতক্ষ্মীরা- ৪ : আশিক-ই-এলাহী, চাঁপাইনবাবগঞ্জ- ১ : কামরুজ্জামান ফসি, সিরাজগঞ্জ- ৬ : শফিকুজ্জামান, লক্ষ্মীপুর- ২ : কাজী সিদ্দিকুর রহমান, মৌলভীবাজার- ৩ : আব্দুল হক, রাজশাহী- ২ : আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, ঢাকা- ১ : শেখ মো. ফিরোজ হোসেন, বরিশাল- ২ : সাজ্জাদ হোসেন, পাবনা- ২ : রেজাউর রহিম, নোয়াখালী- ২ : নইমুল আহসান জুয়েল, চট্টগ্রাম- ১২ : হাসান শহীদ রানা, চট্টগ্রাম- ১১ : জসিমউদ্দিন বাবুল, হবিগঞ্জ- ২ : মো. ওবায়দুর রহমান, নোয়াখালী- ৬ : গোলাম মোস্তফা, সুনামগঞ্জ- ২ : সালেহীন আহমেদ চৌধুরী, ব্রাক্ষ্মণবাড়িয়া- ৪ : মো. আনোয়ার হোসেন, ব্রাক্ষ্মণবাড়িয়- ২ : আবু বকর মো. ফিরোজ, চট্টগ্রাম- ৮ : মঈনউদ্দিন খান বাদল, সিরাজগঞ্জ- ৫ : মোতালেব হোসেন মিন্টু, গাইবান্ধা- ৪ : আবু সুফিয়ান খান, রংপুর-৩ : সাব্বির আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ- ৩ : মো. রফিকুল ইসলাম, পটুয়াখালী- ১ : কে এম আনোয়ারুজ্জামান, ব্রাক্ষ্মণবাড়িয়া- ৫ : অ্যাড. শাহ জিকরুল আহমেদ, ময়মনসিংহ- ৭ : অধ্যক্ষ আনিসুর রহমান খোকন, চাঁপাইনবাবগঞ্জ- ২ : মো. মেহের আলী, চট্টগ্রাম- ২ : মোহাম্মদ খালেদ, নাটোর- ৪ : মো. মহিবুর রহমান, সিরাজগঞ্জ- ২ : আবু বকর ভূইয়া, সিরাজগঞ্জ- ১ : আব্দুল হাই তালুকদার, নারায়ণগঞ্জ- ৪ : আলিমুজ্জামান রাজা, পঞ্চগড়- ২ : এমরান আল আমিন, মৌলভীবাজার- ৩ : আব্দুল মোসাব্বির, গাইবান্ধা- ২ : ডা. একরাম হোসেন, মানিকগঞ্জ- ৩ : ইকবাল হোসেন খান, যশোর- ৩ : রবিউল আলম, নারায়ণগঞ্জ- ৫ : মোসলেম উদ্দিন আহমেদ, নাটোর- ৪ : অধ্যক্ষ মোখলেছুর রহমান এলিন, ফরিদপুর- ১ : অধ্যক্ষ হারুনুর অর রশীদ, দিনাজপুর- ১ : শামসুল আলম চৌধুরী, জামালপুর- ৪ : এম এল ফারুক ভূইয়া, টাঙ্গাইল- ৪ : ড. এস এম আবু মোস্তফা, শেরপুর- ৩ : শাহ মো. আব্দুর রাজ্জাক, নীলফামারী- ১ : খায়রুল আলম আনাম, মাগুড়া- ১ : মো. জাহিদুল আলম, চট্টগ্রাম- ২ : মফিজুর রহমান, ঝিনাইদহ- ২ : ফজলুর রহমান খুররম, নেত্রকোনা- ২ : অধ্যাপক মো. মোখলেছুর রহমান মুক্তাদির, মেহেরপুর- ১ : শফিকুল ইসলাম কাজল, নড়াইল- ২ : সৈয়দ আরিফুল ইসলাম, মৌলভীবাজার- ২ : অ্যাড. বদরুল হোসেন, ঢাকা- ১৩ : নাদের চৌধুরী, কুষ্টিয়া- ৩ : গোলাম মোহসীন, মাদারীপুর- ২ : ওবায়দুর রহমান চুন্নু, ঝিনাইদহ- ১ : মো. শরাফত ইসলাম, শেরপুর- ১ : আবু সালেহ মো. মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জ- ৫ : মো. মাজহারুল ইসলাম, চুয়াডাঙ্গা- ১ : মো. সবেদ আলী, কুষ্টিয়া- ১ : মো. রেজাউল হক, সিরাজগঞ্জ- ২ : মাহবুব এ খোদা টুটুল, সিরাজগঞ্জ- ৩ : মো. আক্কাছ আলী, শরিয়তপুর- ২ : মো. আব্দুল জলিল মিয়া, শরিয়তপুর- ১ : শ ম আব্দুল মালেক, রাজবাড়ী- ১ : আব্দুল লতিফ লাল, মানিকগঞ্জ- ১ : আফজাল হোসেন খান জকি, ঢাকা- ১০ : মীর হোসাইন আখতার, বগুড়া- ৬ : এ বি এম জাকিরুল হক টিটন, চট্টগ্রাম- ১২ : ইয়াকুব আলী, রাজশাহী- ৬ : শফিউর রহমান, ঢাকা- ৬ : কাজী সালমা সুলতানা, বগুড়া- ৬ : মো. মকবুল হোসন প্রামানিক, কুড়িগ্রাম- ২ : ইমদাদুল হক, ফেনী- ২ : আবুল কাসেম, ফেনী- ৩ : অ্যাড. শাহ আব্দুল কাইয়ুম, সুনামগঞ্জ- ২ : আমিনুল ইসলাম, ময়মনসিংহ- ১ : অ্যাড. সাদিক হোসেন, ময়মনসিংহ- ৯ : মো. গিয়াসউদ্দিন, ময়মনসিংহ- ৬ : মো. আব্দুর রহমান, নোয়াখালী- ৫ : মকছেদুর রহমান মানিক, দিনাজপুর- ৯ : লিয়াকত আলী অ্যাড, লালমনিরহাট- ৩ : খোরশেদ আলম, লালমনিরহাট- ১ : সাদেকুল ইসলাম ও লক্ষ্মীপুর- ৪ : মোশাররফ হোসেন।

(দ্য রিপোর্ট/এসএ/এমএআর/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর