thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

ধর্ষকদের শাস্তির দাবিতে উত্তাল আসাম

২০১৩ নভেম্বর ২৮ ২০:০৭:৪১
ধর্ষকদের শাস্তির দাবিতে উত্তাল আসাম

দ্য রিপোর্ট ডেস্ক : গতবছর ভারতের দিল্লিতে গ্যাং-রেপের প্রতিবাদে বিক্ষোভের পর এবার আসামে একই ধরনের ঘটনার প্রতিবাদে রাজপথে নেমেছে বিক্ষুব্ধ জনতা। গত শুক্রবার রাজ্যটির লক্ষ্মীপুর জেলার বোগিনাদিতে তিনজন মিলে এক নারীকে গ্যাং-রেপ করে। খবর আলজাজিরার।

ধর্ষণের পর তিন-চাকার অটোরিক্সা থেকে নির্যাতিতাকে ফেলে দেওয়া হয়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে পরদিন সে মারা যায়।

এ ঘটনায় দোষীদের ন্যায্য বিচার চেয়ে বিক্ষোভ করেছে অল-আসাম স্টুডেন্টস ইউনিয়ন ও নারী অধিকার সংস্থাগুলো। স্থানীয় পুলিশের সামনেই তারা বিক্ষোভ প্রদর্শন করে।

জনতার দাবির প্রেক্ষিতে ঘটনার পূর্ণ তদন্ত করার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। ইতোমধ্যে এ ঘটনায় একজনকে জেলে নেওয়া হয়েছে।

ঘটনার দিন নির্যাতিতা তার মেয়েকে নিয়ে তিন-চাকার অটোরিক্সায় চড়ে স্কুল থেকে বাসায় ফিরছিলেন। এ সময় তিনজন দুর্বৃত্ত তাকে গ্যাং-রেপ করে। এরপর তাকে লোহা দিয়ে পিটিয়ে মারাত্মক জখম অবস্থায় ফেলে রেখে যায়।

মা ও মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় জনতা তাদের হাসপাতালে নিয়ে যায়। এরপর হাসপাতালেই নির্যাতিতার মৃত্যু হয়।

গত বছরের ১৬ ডিসেম্বর ভারতের দিল্লিতে এক গ্যাং-রেপের ঘটনায় সাইকোথেরাপির এক ছাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে তখন রাজপথে নেমেছিল হাজারো জনতা।

জনতার দাবির প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেয় ভারতের প্রশাসন। এ ঘটনায় জড়িত চারজনের বিরুদ্ধে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর ফাঁসির রায় দেয় দিল্লির বিশেষ আদালত।

(দ্য রিপোর্ট/এসকে/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর