thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

হেলিকপ্টারযোগে সিলেট স্টেডিয়ামে পাপন

২০১৩ নভেম্বর ২৮ ২০:৩৪:২১
হেলিকপ্টারযোগে সিলেট স্টেডিয়ামে পাপন

সিলেট সংবাদদাতা : পাহাড়ের পাদদেশে অবস্থিত সিলেট বিভাগীয় স্টেডিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।

হেলিকপ্টারযোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তিনি স্টেডিয়ামে অবতরণ করেন। এরপর তিনি স্টেডিয়ামের বিভিন্ন নির্মাণ ও সংস্কার কাজ ঘুরে দেখেন।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামের মিডিয়া সেন্টার, টিভি প্রোডাকশন রুম, পোস্ট ব্রিফিং রুম, জার্নালিস্ট লকার, জার্নালিস্ট লাউঞ্জ, গ্র্যান্ডস্ট্যান্ডের হসপিটালিটি বক্স ও ফ্লাড লাইট ইত্যাদি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে পাপন জানান, ১ ডিসেম্বর আইসিসির একটি প্রতিনিধি দল সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করতে আসবে। আশা করি, এবার আমরা আইসিসিকে সন্তুষ্ট করতে পারবো। কারণ বাংলাদেশরে মধ্যে সুন্দর ও মনমুগ্ধকর পরিবেশের একমাত্র স্টেডিয়াম এটি। স্টেডিয়াম দেখে আইসিসি দলও অভিভূত হবে।

এ সময় বিসিবি পরিচালক মাহবুব আনাম, ডা. এইচএম মল্লিক, লুকমান ভূইয়া, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সহ-সাধারণ সম্পাদক জুম্মা আবাস রাজু প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএআর/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর