thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

২০১৩ নভেম্বর ২৮ ১৯:৪৮:২৯
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দেশের মাটিতে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় ক্রিকেট একাডেমি ভবনে চূড়ান্ত দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল নয়টায়। চট্টগ্রাম দিয়ে সিরিজ শুরু শেষ হবে ঢাকায় ।

ডিসেম্বরের শুরুতেই ২ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল ঢাকায় পৌঁছাবে। ৭ ওয়ানডে সিরিজ হবে। ৪ ডিসেম্বর একটি প্রস্তুতিমুলক ম্যাচ হবে। ৬ ডিসেম্বর চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৮ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই স্টেডিয়ামে।

১১ ডিসেম্বর তৃতীয় ওয়ানডেটি কক্সবাজার স্টেডিয়ামে হতে পারে, আবার চট্টগ্রামেও হতে পারে। এখনও তা চূড়ান্ত নয়। চট্টগ্রাম পর্ব এ ম্যাচ দিয়েই শেষ হবে। ১৪ ডিসেম্বর ফতুল্লায় হবে চতুর্থ ওয়ানডে, ১৭ ডিসেম্বর একই স্টেডিয়ামে হবে পঞ্চম ওয়ানডে। সিরিজের শেষে ২টি ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ১৯ ও ২০ ডিসেম্বর যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম ওয়ানডে হবে।

দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জসিমউদ্দিন (সহঅধিনায়ক-উইকেটরক্ষক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, সাঈদ সরকার, জয়রাজ শেখ, আবু হায়দার, রিফাত প্রধান, মুস্তাফিজুর রহমান, নিহাদ উজ জামান, যুবায়ের হোসেন, রাহাতুল ফেরদৌস।

স্ট্যান্ডবাই : জাকির হাসান, সিফাত ইসলাম, নাহিদ হাসান, প্রজঞ্জিত দাস, মুনিম শাহরিয়ার, মোহাম্মদ সুমন।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর