thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

বিশেষ কাউন্সিল করার ঘোষণা কাজী জাফরের

২০১৩ নভেম্বর ২৮ ২২:২১:৩০
বিশেষ কাউন্সিল করার ঘোষণা কাজী জাফরের

দ্য রিপোর্ট প্রতিবেদক : কাজী জাফর আহমদ বলেছেন, দলের বিশেষ কাউন্সিলের মাধ্যমে এরশাদের বহিষ্কারাদেশ অনুমোদন করিয়ে নেওয়া হবে এবং বিশ্বাসঘাতক এরশাদের সঙ্গে কোনো প্রকার আপোষ তিনি করবেন না।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

কাজী জাফর আহমদ বলেন, ‘জাতীয় পার্টি এবং জাতীয় রাজনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এরশাদ। এরশাদের সঙ্গে আমি কোনো প্রকার আপোষ করব না । শিগগিরই সম্মেলনের মাধ্যমে আমি জাতীয় পার্টিতে বিরাজমান পরিস্থিতি, আমাদের করণীয় পদক্ষেপ তুলে ধরবো।’

তিনি বলেন, ‘যদি কোনো কারণে আমাকে কারারুদ্ধ বা অন্যকোনোভাবে নিয়তির দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে জাতীয় পার্টিসহ বিরোধী দলের সকল নেতা ও কর্মী চলমান আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে আন্দোলন চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ্ বিজয় আমাদের অনিবার্য।’

বিবৃতিতে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমি হাসপাতালে প্রায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি। দর্শনার্থী ও সাংবাদিকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি জানি, সরকার ও বিশেষ মহলের চাপেই হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূল কর্মীদের আশ্বাস দিয়ে বলতে চাই আমাকে হত্যা বা গুম করে কেউ আমার কণ্ঠ স্তব্ধ করতে পারবে না।’

(দ্য রিপোর্ট/এসআর/এইচএস/এইচএসএম/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর