thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

হার্নান্দেজ হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচিত

২০১৩ নভেম্বর ২৮ ২২:৪৭:৫২
হার্নান্দেজ হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচিত

দ্য রিপোর্ট ডেস্ক : বিরোধী প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়ে হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জুয়ান অরলান্ডো হার্নান্দেজ। দেশটির ইলেক্টোরাল ট্রাইব্যুনাল বুধবার এ তথ্য জানায়। খবর আলজাজিরার।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে ৮১.৫০ শতাংশ ভোটকেন্দ্র থেকে কনজারভেটিভ দলের প্রার্থী হার্নান্দেজ পেয়েছেন ৩৫.৮৮ শতাংশ ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী জিমোরা ক্যাস্ট্রো পেয়েছেন ২৯.১৪ শতাংশ ভোট।

ইলেক্টোরাল ট্রাইব্যুনাল জানায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে হার্নান্দেজকে টপকানো সম্ভব নয়।

সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনালের প্রধান ডেভিড মাতামোরোস বলেন, ‘আমরা আজ যে ফলাফল প্রকাশ করেছি তাতে হার্নান্দেজের বিজয় নিশ্চিত হয়েছে। আগামীতে আমরা সরকারিভাবে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করব।’

এদিকে পরাজিত প্রার্থী ক্যাস্ট্রো নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন। ট্রাইব্যুনাল হার্নান্দেজের পক্ষে ১৯ শতাংশ ভোট জালিয়াতি করেছেন বলে তিনি মন্তব্য করেন।

এদিকে ল্যাটিন আমেরিকার কলম্বিয়া, গুয়েতেমালা, কোস্টারিকা, পানামা ও নিকারাগুয়া হার্নান্দেজের বিজয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এসকে/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর