thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঘোড়াশালে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে ২ ছাত্রলীগ কর্মী নিহত

২০১৩ নভেম্বর ২৮ ২৩:৫১:৪৩
ঘোড়াশালে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে ২ ছাত্রলীগ কর্মী নিহত

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর ঘোড়াশালে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে দুই ছাত্রলীগ কর্মী মারা গেছে। নিহতরা হলেন ছাত্রলীগ কর্মী আনোয়ার হোসেন আনু (২৮) ও শহীদ (২৫)।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শহীদের বাড়ি নরসিংদীর মূলপাড়ায়। সে ঘোড়াশালে বেড়াতে এসেছিল। ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১ টায় সে মারা যায়।

সংঘর্ষে আহত হয়েছেন ৯ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ও আহতদের স্বজনরা জানায়, পুর্বশত্রুতার জের ধরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে এ ঘটনা ঘটায়।

পুলিশ জানায়, সম্প্রতি একদল ছাত্রদলকর্মী একই স্থানে ছাত্রলীগ কর্মী মাসুদকে পিটিয়ে ও কুপিয়ে গুরতর জখম করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।

এলাকাবাসী বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই মামলার আসামি রুবেল ও রিপনকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এর কিছুক্ষন পরই এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নরসিংদী জেলা হাসপাতাল সুত্রে জানা যায়, আহতদের মধ্যে ইয়াছিন ও মনিরকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

(দ্য রিপোর্ট/এমপিএম/এআইএম/জেএম/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর