thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কক্সবাজারে যুবদল নেতা নিহত, রবিবার হরতাল

২০১৩ নভেম্বর ২৯ ০১:৫৬:১২
কক্সবাজারে যুবদল নেতা নিহত, রবিবার হরতাল

চট্টগ্রাম সংবাদদাতা : কক্সবাজারের চকরিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম (৩৮) বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিএনপির অভিযোগ, পুলিশের পিটুনিতেই মারা গেছেন আব্দুল হালিম।

আবদুল হালিমের গ্রামের বাড়ি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া গ্রামে।

এ ঘটনার প্রতিবাদে কক্সবাজার জেলায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।

জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী অভিযোগ করেন, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে বানিয়ারছরা বাসস্টেশন এলাকায় থেকে আবদুল হালিমকে থানা পুলিশ আটক করে। এসময় তাকে বেদম প্রহার করা হয়।

তিনি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আহত যুবদল নেতা আবদুল হালিমকে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু পুলিশ উন্নত কোন চিকিৎসার ব্যবস্থা না করে উল্টো তিনটি মিথ্যা মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

বুধবার তার অবস্থার আরো অবনতি হলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনের পর সন্ধ্যার দিকে জেল থেকে চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হলে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল হালিম।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা কক্সবাজার-চট্টগ্রাম সড়ক অবরোধ করে এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করে।

ইউসুফ বদরী দ্য রিপোর্টকে জানান, এ ঘটনার প্রতিবাদে কক্সবাজার জেলায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এআইএম/জেএম/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর