thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

পাকিস্তানে রেল দুর্ঘটনায় নিহত ৬

২০১৩ অক্টোবর ২১ ১৪:৩০:১৯
পাকিস্তানে রেল দুর্ঘটনায় নিহত ৬
দিরিপোর্ট২৪ ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে ডেরা মুরাদ জামালি জেলায় সোমবার রেল দুর্ঘটনায় ছয় জন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছে। রাওয়ালপিন্ডি থেকে কোয়েটাগামী ‘জাফর এক্সপ্রেস’ ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। খবর ডন অনলাইনের।

রেলওয়ের এসপি রিয়াজ আহমেদ সাংবাদিকদের জানান, পুঁতে রাখা শক্তিশালী একটি বোমার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।

রাজ্যের মুখ্য সচিব আসাদ গিলানী বলেন, ‘এটি যাত্রীবাহী ট্রেন লক্ষ করে চালানো একটি বোমা হামলা। এতে অন্তত ছয় জন নিহত হয়েছে।’ এ হামলায় ১৬ জন আহত হয়েছে বলেও তিনি জানান।

বেলুচিস্তানের উর্দ্ধতন সরকারি কর্মকর্তা জাফর শাহ বুখারি ট্রেন দুর্ঘটনাকে বোমা হামলা বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে ছয়টি লাশ ও আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়েছি।’ আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর