thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

সমুদ্রে ধ্বংস করা হবে সিরিয়ার রাসায়নিক অস্ত্র

২০১৩ নভেম্বর ২৯ ০৫:০৯:০৮
সমুদ্রে ধ্বংস করা হবে সিরিয়ার রাসায়নিক অস্ত্র

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার রাসায়নিক অস্ত্র সমুদ্রে ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ এমভি কেপ রে ব্যবহার করে এই অস্ত্র ধ্বংস করা হবে।

বিবিসি জানায়, রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে জাহাজটিতে একটি অস্থায়ী প্লান্ট স্থাপন করা হবে।

ভূমধ্যসাগরে ওই রাসায়নিক অস্ত্র ধ্বংস করা হবে বলে ধারণা করা হচ্ছে। সমুদ্রের সাতশ ফুট গভীরে এই ধ্বংস প্রক্রিয়া চালানো হবে।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের সময়সীমা নির্ধারণ করেছে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র পর‌্যবেক্ষক সংস্থা (ওপিসিডব্লিউ)।

এই রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ খুবই ঝুঁকিপূর্ণ ব্যাপার। কোন দেশই এটির দায়িত্ব নিতে চায় না। তাই এখন এই কাজ সিরিয়ার সেনাবাহিনীরই করতে হবে।

(দ্য রিপোর্ট/জেএম/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর