thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

স্ট্যান্ডার্ড গ্রুপের আগুন নিয়ন্ত্রণে আসেনি

২০১৩ নভেম্বর ২৯ ০৭:১২:৪৮
স্ট্যান্ডার্ড গ্রুপের আগুন নিয়ন্ত্রণে আসেনি

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কোনাবাড়ি শিল্পাঞ্চলের ষ্ট্যান্ডার্ড গ্রুপের একাধিক ভবনে আগুন জ্বলছে। আশপাশের বহুতল ভবনেও আগুন ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি ভয়াবহ এই অগ্নিকাণ্ড।

শুক্রবার সকাল সাড়ে ৫টায় গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর আহমেদ জানান, জয়দেবপুর, কালিয়াকৈর, ইপিজেড, টঙ্গী, তেজগাঁও ফায়ার স্টেশনসহ ১১টি ইউনিট কাজ করছে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

দীর্ঘসময় আগুন জ্বলতে থাকায় আশপাশের অধিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অগ্নিকাণ্ডের পাশের কুদ্দুসনগর, জরুন এলাকার অনেকে তৈজসপত্রসত বাসা ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুনের লেলিহান শিখা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে কোনাবাড়ি শিল্পাঞ্চলের কুদ্দুছ নগরে দশ তলা রোডে অবস্থিত স্ট্যান্ডার্ড গ্রুপের প্যাকেজিং ইউনিটে প্রথমে আগুন লাগে। শ্রমিকদের অবরোধের মুখে প্রথমে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। রাত ১টার দিকে আগুনের ভয়াবহতা দেখে শ্রমিকরা পালিয়ে গেলে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে।

কোণাবাড়ি এলাকার বাসিন্দা নাজমুল মোবাইল ফোনে জানান, পুলিশ স্ট্যান্ডান্ড গ্রুপের দুই শ্রমিককে গুলি করে হত্যা করেছে এমন গুজবকে কেন্দ্র করে রাত সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা স্ট্যান্ডার্ড গ্রুপের প্যাকেজিং ইউনিটে আগুন দেয়। একই সঙ্গে কারখানার দুটি কাভার্ড ভ্যানের জেনারেটর রুমেও আগুন ধরিয়ে দেয় শ্রমিকরা।

(দ্য রিপোর্ট/এমএমএফ/জেএম/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর