thereport24.com
ঢাকা, রবিবার, ৩ আগস্ট 25, ১৯ শ্রাবণ ১৪৩২,  ৮ সফর 1447

কোটি টাকা বিজয়ী ফাতমা

২০১৩ নভেম্বর ২৯ ০৭:৩৯:০৫
কোটি টাকা বিজয়ী ফাতমা

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের জনপ্রিয় টিভি কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সপ্তম আসরে বিজয়ী হলেন ফিরোজ ফাতমা। উত্তর প্রদেশের শাহারানপুরে জন্ম নেওয়া ফাতমাই অভিতাভ বচ্চনের উপস্থাপনায় অনুষ্ঠানটির কোটি টাকা পাওয়া প্রথম নারী।

আর্থিক কষ্টের মধ্যে বেড়ে ওঠা ফাতেমা অনেক কষ্ট করে বিএসসি পাশ করেন। পাশাপাশি বোনকেও পড়ালেখা করিয়ে বড় করছেন তিনি। টাকার অভাবে তার বোনের লেখাপড়া বন্ধ হয়ে যাক, এটা মানতে নারাজ ফাতমা। ফলে তিনি তার বোনের লেখাপড়ার জন্য নিজের শিক্ষা জীবনেরও ইতি টানেন।

ফাতমা জানান, এই শো থেকে পাওয়া অর্থ দিয়ে তিনি তার উচ্চশিক্ষা চালিয়ে যাবেন। একইসঙ্গে পরিবারের সবার জন্য কাজ করে মাকে চিন্তামুক্ত করবেন।

(দ্য রিপোর্ট/এআইএম/জেএম/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর