thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

না.গঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩

২০১৩ নভেম্বর ২৯ ০৭:৪১:২৫
না.গঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার রাত ৯টায় আড়াইহাজারের ছনপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- রূপগঞ্জের সাওঘাট এলাকার ছলিমউদ্দিনের ছেলে সিএনজি অটোরিকশাচালক আলেক মিয়া (৪০), নরসিংদি জেলার পাঁচদোনা এলাকার লাল মিয়ার ছেলে রবিন (২৫) ও একই এলাকার মজিবুর মিয়ার ছেলে রাকিব (২৪)। আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ দ্য রিপোর্টকে জানান, রাত ৯টায় উপজেলার ছনপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও ঢাকামুখী মুরগিভর্তি একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি ও পিকআপ ভ্যানটি দুমড়ে মুছড়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ২ জন।

দুর্ঘটনার পর প্রায় ১৫ মিনিট ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

(দ্য রিপোর্ট/ওএস/জেএম/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর