thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রামগঞ্জে যুবকের মৃতদেহ উদ্ধার

২০১৩ নভেম্বর ২৯ ০৯:১৬:০২
রামগঞ্জে যুবকের মৃতদেহ উদ্ধার

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামের পানিয়ালা-নারিয়ামপুর সড়কের পাশ থেকে এক যুবকের মৃতদেহ করা হয়েছে। মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে রামগঞ্জ থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, সড়কের পাশে এক যুককের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা অন্য কোনো স্থান থেকে এনে যুবকে কুপিয়ে হত্যা করে ফেলে যায়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। হত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর