thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

দক্ষিণ আফ্রিকা সফরে প্রস্তুত ভারত

২০১৩ নভেম্বর ২৯ ১০:০০:৫৪
দক্ষিণ আফ্রিকা সফরে প্রস্তুত ভারত

দ্য রিপোর্ট ডেস্ক : আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ভারতের জন্য বড় এক চ্যালেঞ্জও। এই ভাবনার বাইরে নন ইনফর্ম শিখর ধাওয়ান। তিনি দক্ষিণ আফ্রিকার সম্পের্কে বলেছেন, ‘আমরা চ্যালেঞ্জ খুব উপভোগ করি। আশা করি ভারত দক্ষিণ আফ্রিকায় হতাশ করবে না।’

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নানা কথা বলেছেন, ‘জেতাটাকে একটা অভ্যেসে পরিণত করে ফেলছি আমরা৷ এই যে ছন্দ, এটাকে বিদেশে ধরে রাখাটাই এখন আমাদের লক্ষ্য৷’ সঙ্গে আরো বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরের আগে ব্যাটে রান পাওয়াটা খুব দরকার ছিল৷ উইন্ডিজের বিপক্ষে রান পেলাম ও টিম জিতল, এর চেয়ে ভালো কিছু হয় না৷’

টিম ইন্ডিয়া আফ্রিকান সাফারির চ্যালেঞ্জ নিতে তৈরি৷ সে টেস্টই হোক বা ওয়ানডে৷ মহেন্দ্র সিং ধোনি বলেছেন, ‘সিরিজ জয় ঠিক আছে, কিন্তু এখনও অনেক বিভাগে উন্নতি দরকার৷ যেমন এখনো ডেথ বোলিং হচ্ছে। এই বিভাগে আরও উন্নতি দরকার৷’

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে নাকাল বানিয়েছে ভারত। ২টি টেস্টে দাঁড়াতেই দেয়নি প্রতিপক্ষকে। ওয়ানডে সিরিজও জিতেছে ভারত। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরে ভয়ানক হতাশায় রয়েছে। ফলে ভারত দক্ষিণ আফ্রিকা সফরে এগিয়ে থেকেই শুরু করছে।

ডিসেম্বরে ভারত দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে। ৫ ডিসেম্বর জোহান্সবার্গে প্রথম ওয়ানডে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি ২ টেস্টের একটি সিরিজও খেলবে ভারত। স্বাভাবিকভাবে ৩০ ডিসেম্বর ওই দক্ষিণ আফ্রিকা সফর শেষ করবে। তারপর ভারত নিউজিল্যান্ড আরেকটি পূর্নাঙ্গ সফর করবে। ওখানে ৫টি ওয়ানডে এবং ২টি টেস্ট অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এএস/এমআই/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর