thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

গাজীপুরে স্ট্যান্ডার্ড গ্রুপের আগুন নিয়ন্ত্রণে

২০১৩ নভেম্বর ২৯ ১০:০৮:১২
গাজীপুরে স্ট্যান্ডার্ড গ্রুপের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কোনাবাড়ি শিল্পাঞ্চলের স্ট্যান্ডার্ড গ্রুপের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট দীর্ঘ ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে রপ্তানির জন্য রাখা মালবোঝাই সাতটিসহ ১৮টি কভার্ড ভ্যানও পুড়ে গেছে।

কারখানা কর্তৃপক্ষ এ ঘটনার জন্য ‘বহিরাগত শ্রমিকদের’ দায়ী করেছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে কোনাবাড়ি শিল্পাঞ্চলের কুদ্দুছ নগরে দশ তলা রোডে অবস্থিত স্ট্যান্ডার্ড গ্রুপের প্যাকেজিং ইউনিটে প্রথমে আগুন লাগে। শ্রমিকদের অবরোধের মুখে প্রথমে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। রাত ১টার দিকে আগুনের ভয়াবহতা দেখে শ্রমিকরা পালিয়ে গেলে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে।

কোণাবাড়ি এলাকার বাসিন্দা নাজমুল মোবাইল ফোনে জানান, পুলিশ স্ট্যান্ডান্ড গ্রুপের দুই শ্রমিককে গুলি করে হত্যা করেছে এমন গুজবকে কেন্দ্র করে রাত সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা স্ট্যান্ডার্ড গ্রুপের প্যাকেজিং ইউনিটে আগুন দেয়। একই সঙ্গে কারখানার দুটি কাভার্ড ভ্যানের জেনারেটর রুমেও আগুন ধরিয়ে দেয় শ্রমিকরা।

(দ্য রিপোর্ট/এমএমএফ/জেএম/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর