thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

আনকাট ছাড়পত্র পেলো ‘তোকে ভালোবাসতেই হবে’

২০১৩ নভেম্বর ২৯ ১০:২১:৪২
আনকাট ছাড়পত্র পেলো ‘তোকে ভালোবাসতেই হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজু চৌধুরী পরিচালিত ‘তোকে ভালোবাসতেই হবে’ চলচ্চিত্রটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান ও সাহারা।

সর্বশেষ উত্তম আকাশ পরিচালিত ‘ঢাকা টু বোম্বে’ ছবিতে অভিনয় করেছেন সাহারা। ছবিতে তার বিপরীতে নায়ক ছিলেন শাকিব খান। সাহারার এই দুঃসময়ে শাকিবও পাশে নেই। কারণ শাকিব এখন জয়া আহসান, ববি কিংবা মাহির মতো নতুনদের সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী।

এ প্রসঙ্গে সাহারা বলেন, ‘গল্প ভালো না হলে আমি কাজ করি না। অনেক ছবিরই তো প্রস্তাব আসে কিন্তু গল্প ভাল না হওয়ার কারণে না করে দিই। তোকে ভালোবাসতেই হবে ছবির গল্প অনেক চমৎকার। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।’

চলচ্চিত্রটি প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘ছবির গল্প ও আমার চরিত্র অসাধারণ। আমার বিশ্বাস দর্শক এতে অন্যরূপে জায়েদকে খুঁজে পাবেন।’

(দ্য রিপোর্ট/ওএস/এমসি/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর