thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

গাজীপুরে চালককে খুন, অটোরিকশা ছিনতাই

২০১৩ নভেম্বর ২৯ ১০:৪৪:৪৯
গাজীপুরে চালককে খুন, অটোরিকশা ছিনতাই

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের ভাওয়াল গাজীপুর এলাকার গহীন জঙ্গলের নোয়ালীরটেক এলাকায় জুলহাস (২৫) নামে এক চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। জুলহাস ওই এলাকার চতর গ্রামের চুন্নু মিয়ার ছেলে।

জানা গেছে, ভাওয়াল গাজীপুর-চতর-রাজেন্দ্রপুর সড়কের নোয়ালীরটেক এলাকায় চালক জুলহাসের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এলাকাবাসীর ধারণা, যাত্রীবেশে ছিনতাইকারীরা ভাওয়াল গাজীপুর বা চতর থেকে ভাড়া করে রাজেন্দ্রপুরের দিকে যাওয়ার সময় নোয়ালীর টেকে ওই ঘটনা ঘটাতে পারে।

গাজীপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন রাত ১১টায় ঘটনাস্থলে গিয়ে বলেন, ‘পুলিশ এসেছে, মৃতদেহ উদ্ধার কাজ চলছে।’

(দ্য রিপোর্ট/এএস/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর