thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কঠোর নিরাপত্তায় ইসি কার্যালয়

২০১৩ নভেম্বর ২৯ ১২:৩৭:২৩
কঠোর নিরাপত্তায় ইসি কার্যালয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়কে ঘিরে কঠোর নিরাপত্তাবেষ্টনি গড়ে তুলেছে নিরাপত্তাবাহিনী। এর আশপাশের সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে এ ব্যবস্থা নিয়েছে নিরাপত্তাবাহিনী।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সচিব ড. মোহাম্মদ সাদিক বলেন, ইসির নিরাপত্তা বিধান করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে এ এলাকায় কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে।

সচিব বলেন, নির্বাচনী কাজকে এগিয়ে নিতে কর্মচারিদের নিরাপত্তা বিধান করা ইসির কাজ। তাই ইসি সচিবালয়কে ঘিরে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইসির নিরাপত্তা বিধানে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা জানান, কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে এর নিরাপত্তা জোরদার করতে। এ পরিপ্রেক্ষিতেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএস/এপি/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর