thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থী নিহত

২০১৩ নভেম্বর ২৯ ১২:৪৪:৫০
সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থী নিহত

রাবি সংবাদদাতা : সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবরিন জাহান (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে সাবরিন ও তার এক বান্ধবী রিকশায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে একটি স্পিডব্রেকারের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়েন সাবরিন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশা সাবরিনকে চাপা দেয়।

গুরুতর আহত সাবরিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বান্ধবী শিমু (চারুকলা দ্বিতীয় র্বষ) প্রাথমিক চিকিৎসায় সুস্থ রয়েছেন।

নিহত সাবরিন জাহান বগুড়ার জেলার কাহালু থানার কচুয়া গ্রামের হামিদুর রহমানের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী।

(দ্য রিপোর্ট/এএস/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর