thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বন্য আনন্দে মেতে উঠেছে সরকার : রিজভী

২০১৩ নভেম্বর ২৯ ১২:৫১:৫৩
বন্য আনন্দে মেতে উঠেছে সরকার : রিজভী

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকার এজেন্ট দিয়ে নাশকতা চালাচ্ছে এমন অভিযোগ করে বিএনপি যুগ্মমহাসচিব রুহুল করিব রিজভী আহমেদ বলেছেন, সরকারের একের পর এক বিরোধীদলের নেতাকর্মীদের হত্যা করে বন্য আনন্দে মেতে উঠেছে। হত্যা, খুন, গুম ভয়ভীতি ভাঙচুর চালিয়ে এক বীভৎস রূপ ধারণ করেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় আয়োজিত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সভা-সমাবেশ নিষিদ্ধ করে আমাদের সভা-সমাবেশ করতে দেয় না। বিরোধীদলের নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না। আমরা আমাদের শরীরকে ঢাল হিসেবে ব্যবহার করছি। নেতাকর্মীদের ওপর গুলি করা হচ্ছে। সরকার এজেন্ট দিয়ে সারাদেশে নাশকতা করছে। নাশকতাকারীদের আমরা চিহ্নিত করে রাখছি।

নেতাকর্মীদের জীবনবাজি রেখে রাজপথে ঝাঁপিয়ে পরার আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনকে ঢাল হিসেবে বেছে নিন। আর যারা নাশকতা করছে তাদের চিনে রাখুন। দেশের চরম সহিংস ঘটনার জন্য দায়ী সরকার।

(দ্য রিপোর্ট/ এমএইচ/এপি/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর