thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শাহবাগে বাসে পেট্রোল বোমা : মামলা হচ্ছে

২০১৩ নভেম্বর ২৯ ১৩:১৮:০৬
শাহবাগে বাসে পেট্রোল বোমা : মামলা হচ্ছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : পেট্রোল বোমা মেরে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে শাহবাগ থানা পুলিশ।

বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আসামি করে এ মামলা হতে পারে বলে জানা গেছে।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মারুফ হাসান সরদার শুক্রবার দ্য রিপোর্টকে বলেন, অবরোধের শেষ সময়ে শিশুপার্কের সামনে পেট্রোল বোমা মেরে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে প্রাথমিক তদন্তে অবরোধ সমর্থনকারীদের সম্পৃক্ততা পাওয়া গেছে। রাতেই মামলার কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে ব্যস্ত থাকায় পুলিশ মামলা করতে পারে নি। এখন যেকোনো সময় মামলাটি দায়ের করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে শিশুপার্কের সামনে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় ১৮ যাত্রী দগ্ধ হন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নাহিদ মোড়ল (১৭) নামে এক ছাত্র মারা যান। অগ্নিদগ্ধ অন্যারাও আশংকামুক্ত নন বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/কেজেএন/এমডি/এইচএসএম/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর