thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মেহেরপুরে ১৮ দলের গায়েবানা জানাজা

২০১৩ নভেম্বর ২৯ ১৩:২৪:০০
মেহেরপুরে ১৮ দলের গায়েবানা জানাজা

মেহেরপুর সংবাদদাতা : অবরোধে দেশের বিভিন্ন স্থানে নিহত নেতাকর্মীদের মাগফিরাত কামনায় মেহেরপুর জেলা ১৮ দল গায়েবানা জানাজা ও দোয়ার আয়োজন করে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় মেহেরপুর কমিউনিটি সেন্টার হল প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফারুক হোসেন, উপজেলা আমির রুহুল আমিন, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বক্তব্য রাখেন। পরে সেখানে নিহত নেতাকর্মীদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

জানাজা ও দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি ইলিয়াস হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্মসম্পাদক মাহবুবুর রহমান, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান সামসুল আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মো. সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক তোফায়েল আহমেদ, আজিম উদ্দিন গাজী, ফয়জুল কবির, তাঁতী দলের সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমআর/এপি/এএস/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর