thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঝিনাইদহে সরকার দলীয় দুই নেতাকে কুপিয়ে জখম

২০১৩ নভেম্বর ২৯ ১৩:৩১:২৫
ঝিনাইদহে সরকার দলীয় দুই নেতাকে কুপিয়ে জখম

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে জামায়াত-শিবিরের হামলায় ইউপি সদস্যসহ সরকারি দলের তিন নেতা আহত হয়েছেন। মহেশপুরের নাটিমা বাজারে শুক্রবার সকালে তাদের কুপিয়ে জখম করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকালে আওয়ামী লীগকর্মীরা এক জামায়াতকর্মীকে মারপিট করলে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- ১০নং নাটিমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আজাদ রহমান, যুবলীগ সভাপতি আলমগীর হোসেন ও ইউপি সদস্য মিজানুর রহমান। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় যুবলীগ সভাপতি আলমগীর হোসেনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মহেশপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি আকরাম হোসেন হামলার ঘটনা স্বীকার করে জানান, পরিস্থিতি এখন শান্ত। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা বা কেউ আটক হয়নি।

(দ্য রিপোর্ট/টিএম/এফএস/এএস/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর