thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘নির্দেশ ছাড়া কেউ মনোনয়ন জমা দেবেন না’

২০১৩ নভেম্বর ২৯ ১৩:২৬:৫৮
‘নির্দেশ ছাড়া কেউ মনোনয়ন জমা দেবেন না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা সবাই মনোনয়নপত্র সংগ্রহ করুন। কিন্তু আমার নির্দেশ ছাড়া কেউ মনোনয়নপত্র জমা দেবেন না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে আমরা নির্বাচনে যাবো না।’

শুক্রবার দুপুরে গুলশানের একটি হোটেলে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন প্রার্থী নেতাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমরা মার্শাল-ল চাই না। মার্শাল-ল দেশের জন্য সুখকর নয়। সারাদেশে যেভাবে সংঘাত ছড়িয়ে পড়ছে তাতে আমরা মার্শাল-ল এর দিকেই এগিয়ে যাচ্ছি।’

এরশাদ বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নিতে শতভাগ প্রস্তুত। কিন্তু পরিবেশ যদি সৃষ্টি না হয় নির্বাচনে যাবো না। তাই তোমরা কেউ আমার নির্দেশ ছাড়া মনোনয়নপত্র জমা দেবেন না।’

এরশাদ আক্ষেপ করে বলেন, ‘ভেবেছিলাম আমি নির্বাচনে আসলে সব দল নির্বাচনে অংশ নেবে। আমরা সবাই মিলে এই দূর্নীতিবাজ সরকারকে সরাবো। কিন্তু তা হলো না। এখন প্রশ্ন, এর জন্য দায়ী কারা? আমরা রাজনীতিবিদরা। দেশের এই অবস্থার জন্য গণতন্ত্র বাধাগ্রস্ত হলে আমরা রাজনীতিবিদরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো।’

প্রার্থী বাছাইকালে উপস্থিত ছিলেন জাপা মহাসচিব বেসামরিক বিমানমন্ত্রী এ বি এম রুহুল আমীন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ও পার্লামেন্টারি বোর্ডের সদস্য কাজী ফিরোজ রশীদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসএ/এমসি/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর