thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

জাপানে মার্কিন সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণ

২০১৩ নভেম্বর ২৯ ১৩:৪৭:৫৭
জাপানে মার্কিন সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণ

দ্য রিপোর্ট ডেস্ক : জাপানে মার্কিন সামরিক ঘাঁটির কাছে দুইটি বোমা সদৃশ বস্তু বিস্ফোরিত হয়েছে।

রাজধানী টোকিওর কাছে ইকোতা বিমান ঘাঁটির বাইরে বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এই বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেনি।

ইকোতা বিমান ঘাঁটি থেকে এক বিবৃতিতে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ও মার্কিন ঘাঁটির ওপর এর প্রভাব পড়েনি বলে বিবৃতিতে জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি পুলিশকে জানান। ঘটনাস্থল থেকে স্টিলের পাইপ, তার ও ব্যাটারি পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

এসব বিস্ফোরণের পেছনে কারা দায়ী তা নিশ্চিত হওয়া যায়নি। তবে জাপানের বেসরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে’র প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিস্ফোরণের পেছনে বামপন্থী উগ্রবাদী গোষ্ঠীর হাত থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তির আওয়ায় জাপানে কয়েক হাজার মার্কিন সেনা আছে। ইকোতা জাপানের প্রধান মার্কিন সামরিক ঘাঁটি। সূত্র : বিবিসি

(দ্য রিপোর্ট/কেএন/এইচএসএম/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর