thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

তফসিল স্থগিতের আহ্বান ফখরুলের

২০১৩ নভেম্বর ২৯ ১৪:১৪:৩৮
তফসিল স্থগিতের আহ্বান ফখরুলের

দ্য রিপোর্ট প্রতিবেদক : আবারো তফসিল স্থগিতের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাদ জুমা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলের গায়েবানা জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, নির্দলীয়, নিরপেক্ষ সরকারের দাবিতে দেশের মানুষ আন্দোলন করছে। সরকার এই গণদাবিকে উপেক্ষা করে তফসিল ঘোষণা করেছে। এই দাবির সমর্থনে অবরোধ কর্মসূচিতে গণতন্ত্রকামী ৩০ জন নেতা-কর্মী শহীদ হয়েছেন।

এ সময়, তফসিল স্থগিত করে সমঝোতার মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান মির্জা ফখরুল। একইসঙ্গে তিনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে জাতিকে রক্ষা করার কথা বলেন।

তিনি বলেন, দেশের ১৬ কোটি মানুষ, সকল রাজনৈতিক দল ও আন্তর্জাতিক মহলের দাবি উপেক্ষা করে তফসিল ঘোষণা করা হয়েছে।

গায়েবানা জানাজা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা এজেডএম ডা. জাহিদ হোসেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন, নাজিমুদ্দিন আলম, অ্রাডভোকেট সানাউল্লাহ মিয়া, প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের নেতা শফিকুল ইসলাম মাসুদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

কর্মসূচি শেষ করে মির্জা ফখরুল তাড়াতাড়ি করে একটি মোটরসাইকেলে করে নয়াপল্টন এলাকা ত্যাগ করেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমডি/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর