thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, অবরোধ

২০১৩ নভেম্বর ২৯ ১৪:৩২:২২
নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, অবরোধ

নাটোর সংবাদদাতা : নাটোরে বাসের চাকায় পিষ্ট হয়ে শুক্রবার আশিক নামে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবাদে নাটোর- রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।

নিহত আশিক সদর উপজেলার চৌগাছী গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ডাকমারা গোরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ডাকমারা গোরস্থান এলাকায় আশিক রাস্তা পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী রোদেলা পরিবহন তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত জনতা ঘাতক বাস চালককে আটক ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে জনতা দুপুর পৌনে দুইটার দিকে অবরোধ তুলে নেয়। পরে নাটোর- রাজশাহী মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

(দ্য রিপোর্ট/এনএইচ/এসবি/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর