thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

লক্ষ্মীপুরে গায়েবানা জানাজা

২০১৩ নভেম্বর ২৯ ১৪:৪৮:৫৪
লক্ষ্মীপুরে গায়েবানা জানাজা

লক্ষ্মীপুর সংবাদদাতা : অবরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সন্ত্রাসীদের হামলায় নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় লক্ষ্মীপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ১৮ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর শহরের সোনামিয়া ঈদগাহ মাঠে ১৮ দলীয় জোট লক্ষ্মীপুর জেলা শাখা এ গায়েবানা জানাজার আয়োজন করে।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন, সেক্রেটারি মাওলানা মফিজুর রহমান, জামায়াত নেতা মহসিন কবির মুরাদ, ফারুক হোসেন নূরনবী, জেলা ছাত্রশিবির সভাপতি রেজাউল করিম সুমন, শহর শিবিরের সভাপতি আবদুল আউয়াল রাসেল, জেলা ছাত্রদলের সভাপতি মো. হারুনুর রশিদ প্রমুখ।

গায়েবানা জানাজা পরিচালনা করেন সোনা মিয়া ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইসমাইল হোসেন।

(দ্য রিপোর্ট/আরআই/এপি/এএস/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর