thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

আকাশ প্রতিরক্ষা অঞ্চলে এবার চীনা যুদ্ধবিমান

২০১৩ নভেম্বর ২৯ ১৫:০৭:৫৮
আকাশ প্রতিরক্ষা অঞ্চলে এবার চীনা যুদ্ধবিমান

দ্য রিপোর্ট ডেস্ক : পূর্ব চীন সাগরে সদ্য ঘোষিত আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে এবার যুদ্ধ বিমান পাঠিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

চীনের বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল শেন সিনকের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে প্রতিরক্ষামূলক ব্যবস্থা ও আন্তর্জাতিক সাধারণ আইনের আওতায় ওই অঞ্চলে যুদ্ধ বিমান পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, দেশটির বিমানবাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় যেকোনো ধরনের আকাশ হামলা প্রতিরোধে প্রস্তুত রয়েছে বিমানবাহিনী।

গত সপ্তাহে চীনের ঘোষিত ওই আকাশ প্রতিরক্ষা অঞ্চলের কয়েকটি দ্বীপের মালিকানা চীন, জাপান, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া দাবি করে আসছে।

আকাশ প্রতিরক্ষা অঞ্চল ঘোষণা করার পর চীন জানিয়েছিল, ওই অঞ্চল দিয়ে যেকোনো বিমান চলাচল করার আগে চীনা কর্তৃপক্ষকে নিজেদের পরিচয় জানাতে হবে। নইলে তাদের বিরুদ্ধে চীন ‘আত্মরক্ষামূলক জরুরি ব্যবস্থা’ নিতে বাধ্য হবে।

চীনের এ ঘোষণাকে চ্যালেঞ্জ করে এরই মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও মার্কিন বিমান ওই এলাকায় টহল দিয়েছে।

জাপান ও যুক্তরাষ্ট্র চীনের ঘোষিত আকাশ প্রতিরক্ষা অঞ্চল মানা হবে না বলে একটি চুক্তিও স্বাক্ষর করেছে।

এরই জের ধরে চলতি সপ্তাহের শুরুতে চীনা কর্তৃপক্ষকে না জানিয়ে আকাশ প্রতিরক্ষা অঞ্চলে দুটি বি-৫২ বোমারু বিমান পাঠায় যুক্তরাষ্ট্র। পরে যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে ওই অঞ্চলে বিমান পাঠায় জাপান ও দক্ষিণ কোরিয়া।

এর জবাব দিতেই নিজেদের ঘোষিত আকাশ প্রতিরক্ষা এলাকায় যুদ্ধবিমান পাঠিয়েছে চীন।


এদিকে, এসব ঘটনায় ওই অঞ্চলে এরই মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর ফলে কোনো অপরিকল্পিত সামরিক হস্তক্ষেপের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র : বিবিসি, রয়টার্স

(দ্য রিপোর্ট/কেএন/এইচএসএম/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর