thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রবিনও ঝরে পড়লেন

২০১৩ নভেম্বর ২৯ ১৫:২২:০৩
রবিনও ঝরে পড়লেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : শাহবাগের বিহঙ্গ বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় দগ্ধ মো. রবিন (২২) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ৩টায় তিনি মারা যান।

নিহতের বাবার নাম আব্দুস সালাম, গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার কুতুবপুর গ্রামে। বর্তমানে তারা সাভার রেডিও কলনি এলাকায় বসবাস করেন।

নিহতের বাবা জানান, রবিন সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতো। বৃহস্পতিবার সন্ধ্যায় সে বিহঙ্গ পরিবহনে গ্রামের বাড়ি থেকে সাভারে আসছিল।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ্ শংকর পাল রবিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তার শরীরের ৫৯ শতাংশ পুড়ে যায়।

এ নিয়ে ওই ঘটনায় মোট দুজন মারা গেলেন। বৃহস্পতিবার রাতে নাহিদ মোড়ল মারা যান।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমডি/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর