thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মির্জা ফখরুলসহ ১৬ নেতাদের বিরুদ্ধে মামলা

২০১৩ নভেম্বর ২৯ ১৫:৫২:৪৪
মির্জা ফখরুলসহ ১৬ নেতাদের বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : শাহবাগে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা চেষ্টার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীরসহ ১৬ নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও মামলায় আসামি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতুল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর সদস্য সচিব আব্দুস সালাম, মহানগর যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের জুয়েল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি মহিদুল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর রওশন, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান, শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ। ইজাহারে এসব নেতাকে হুকুমের আসামি করা হয়েছে। পেট্রোলবোমা নিক্ষেপের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা তিনজনকে প্রধান আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় মামলাটি দায়ের করেন শাহবাগ থানার এসআই সোহেল রানা। তবে তিনি এজাহার জমা দেন শুক্রবার বিকেল পৌনে চারটায়।

এসআই সোহেল রানা বলেন, বিহঙ্গ গাড়ি পোড়ানো ও ১৯ জন মানুষকে দগ্ধ করে হত্যাচেষ্টার অভিযোগে বিএিনপি- জামায়াতে ১৬ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত একাধিক ব্যক্তি জড়িত ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলা নং ৫৮। ডায়েরি নম্বর ১৬০২। মামলার ধারা দণ্ডবিধির ৩২৬/৩০৭/৩০২/৩৪/১০৯/১১৪/ ৪৩৫/ ৪২৭ এবং বিস্ফোরক আইনের ৩ ও ৪ ধারা।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মারুফ হাসান সরদার বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে হত্যার উদ্দেশে নিরীহ বাসযাত্রীদের পুড়িয়ে দগ্ধ করে হত্যাচেষ্টার উদ্দেশে বিহঙ্গ পরিবহনে (ঢাকা মেট্রো-ব- ১১-৩৪৬৫) পেট্রোলবোমা হামলা চালায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানা এলাকার শিশুপার্কের পাশে বিহঙ্গ পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গুরুতর দগ্ধ হন বাসের ১৯ যাত্রী। এর মধ্যে নাহিদ ও রবিন নামে দুইজন মারা গেছে। বাকিদের অবস্থায়ও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

(দ্য রিপোর্ট/কেজেএন/এসবি/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর