thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

এসআই টুটুলের সঙ্গীতানুষ্ঠান

২০১৩ নভেম্বর ২৯ ১৬:২৭:৫৬
এসআই টুটুলের সঙ্গীতানুষ্ঠান

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এস আই টুটুল ও তার ব্যান্ডদল ‘ধ্রুবতারা’র সঙ্গীতানুষ্ঠান।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গীতিকার, সুরকার ও শিল্পী এস আই টুটুল। ছোটবেলা থেকেই টুটুল সঙ্গীতের সঙ্গে রয়েছেন। এস আই টুটুল ২০০৫ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন। এ সময় ‘কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা…’ গানটি শ্রোতাদের মুখে মুখে চলতে থাকে।

এরপর ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১০ সালে ফের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তবে এবার পান ‘বুকেরি ভেতরে যতন করিয়া’ গানটিতে কণ্ঠ দেওয়ার জন্য।

এ ছাড়া এস আই টুটুলের সুর করা ‘আমার মাঝে নেই এখন আমি’ গানটিতে কণ্ঠ দেওয়ায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আসিফ আকবর ও সামিনা চৌধুরী।

এস আই টুটুল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানী, ফ্রান্স, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইজারল্যান্ড, কাতার, বাহরাইনসহ বিশ্বের বিভিন্ন দেশে সঙ্গীত পরিবেশন করেছেন।

শিল্পী এস আই টুটুল ২০০৫ সালে তিনি গড়ে তোলেন তার ব্যান্ডদল ‘ফেস টু ফেস’। তারপর ২০১২ সালে দলটির নাম পরিবর্তন করে রাখেন ‘ধ্রুবতারা’।

(দ্য রিপোর্ট/আইএফ/আইজেকে/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর