thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রবিবার চার জেলায় হরতাল

২০১৩ নভেম্বর ২৯ ১৭:১১:১৬
রবিবার চার জেলায় হরতাল

দ্য রিপোর্ট ডেস্ক : চট্টগ্রাম, কক্সবাজার, দিনাজপুর ও সিলেটের কোম্পানিগঞ্জে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। এছাড়া বগুড়ায় রবিবার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডাকা হয়েছে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে গ্রেফতার, যুবদল নেতা আবদুল হালিম নিহত হওয়ার প্রতিবাদে এবং নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।

আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর :

বগুড়া : বগুড়ায় তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা ও ১৮ দলের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে স্থানীয় ১৮ দল।

বিএনপি কার্যালয়ে শুক্রবার সকাল সাড়ে ১১টায় ১৮ দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম।

চট্টগ্রাম : বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছিরউদ্দিনসহ সাত নেতাকর্মীর মুক্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে শুক্রবার দুপুরে গায়েবানা জানাজা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ হরতালের ঘোষণা দেন।

উল্লেখ্য বৃহস্পতিবার চট্টগ্রাম বিমানবন্দর থেকে মীর নাছির এবং বুধবার দলীয় কার্যালয়ের সামনে থেকে গোলাম আকবর খোন্দকারসহ সাত নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

দিনাজপুর : ১৮ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রবিবার দিনাজপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় ১৮ দল।

জেলা বিএনপির কার্যালয়ে শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এ হরতালের কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী।

কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিমের হত্যার প্রতিবাদে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এ শুক্রবার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আহত হালিম বৃহস্পতিবার চিকিত্সাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

সিলেট : জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম আহত হওয়ার প্রতিবাদে রবিবার কোম্পানীগঞ্জ সদরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলার বিএনপি।

দ্য রিপোর্টকে হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি সামসুদ্দিন।

(দ্য রিপোর্ট/এসবি/এনডিএস/২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর